Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপ-সহকারী কৃষি কর্মকর্তা

বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। কৃষিই এই মানিকদহ ইউনিয়ন এর আর্থ সামাজিক উন্নয়নের মূল অংশ। তাই এই কৃষি ভিত্তিক কার্যক্রম সাধারন মানুষের হাতের নাগালের মধ্যে নেয়ার জন্য ২০০৫ সালে মানিকদহ ইউনিয়ন এর কমপ্লেক্স ভবনের নীচ তলায় ১ নং কক্ষে অফিসটি অবস্থিত। আসুন সেবা নিন ভাল থাকুন।

কি সেবা কিভাবে পাবেন

সরাসরিকৃষিবিষয়কপরামর্শ। 
 ফসলসম্পর্কিতসকলতথ্যওপরামর্শসেবা।
ফসলেররোগবালাইওকীটনাশকপ্রয়োগসম্পর্কিততথ্য।
 সঠিকমাত্রায়সারপ্রয়োগসম্পর্কিতপরামর্শ।
 নতুননতুনকৃষিপ্রযুক্তিওযন্ত্রপাতিসম্পর্কিততথ্য।
 বিভিন্নসারওকীটনাশকেরনিকটস্থপ্রাপ্তিস্থান।
 কৃষিপণ্যওউপকরণসম্পর্কিতবাজারদর।
 কৃষিবিষয়কসেবাপ্রদানকারীপ্রতিষ্ঠানসমূহেরঠিকানা।
 বিভিন্নফসলেরবিস্তারিতউৎপাদনপ্রযুক্তিসম্পর্কেতথ্য।
পরিবেশবান্ধবউৎপাদনকৌশলসম্পর্কিতপরামর্শ।
 অন্যান্যতথ্যযেমন:

·         পোল্ট্রিফার্ম

·         মাছেরখামার

·         গবাদীপশু

প্রধানডিলার

·          

এরিয়া

সারডিলারেরনাম

পুখুরিয়া

মো: তৌহিদুল ইসলাম 

·          

·          

·          

·          

সাবডিলারবৃন্দ

·          

গ্রামভিত্তিকএরিয়া

ডিলারেরনাম

 কালীবাড়ী

 অপূর্ব সাহা

পুখুরিয়া

 মো: জাহাঙ্গীর হোসেন

 জাহানপুর

 এসকেন্দার আলী মোল্যা

 আদমপুর

 হালিম মুন্সী

 লক্ষীপুর

 মো: সাহেদ আলী

 ফাজিলপুর

 মো: নাসির শেখ

 

  • খাদ্য উৎপাদন
  • মানিকদহ ইউনিয়নের  উৎপাদিত শস্যের মধ্যে উল্লেখযোগ্য শস্য হচ্ছে পাট। পাটের পরেই পিয়াইজ স্থান। এরপরে যেসব কৃষিজাত দ্রব্যের নাম করতে হয় সেগুলো হচ্ছে মাসকলাই, মটর, ছোলা ইত্যাদি ডাল জাতীয় শস্য। তৈল বীজের মধ্যে রয়েছে  সরিষা ও তিল।  কাউন, চিনা, ধুন্দা, গম, যব জাতীয় খাদ্য শস্য  উৎপন্ন হয়। এখানকার উল্লেখযোগ্য ফল হচ্ছে ফুটি (বাঙ্গি), তরমুজ, ক্ষীরা ইত্যাদি। এছাড়াও এ জেলায় আম, জাম,কাঁঠাল, পেয়ারা, নারিকেল, সুপারি, তাল, খেজুর, জাম্বুরা (বাতাবি লেবু), লেবু, তেঁতুল, কামরাঙ্গা, জলপাই, বেল, ডালিম, আতা ইত্যাদি ফলও প্রচুর পরিমানে উৎপন্ন হয়। মরিচ, পেঁয়াজ, রসুন, ধনে, আদা ইত্যাদি মসলা জাতীয় শস্য, লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, উচ্ছে, করলা, চিচিঙ্গা, ঝিঙ্গা, ধুন্দুল, শিম, বরবটি, কাকরল, ঢেড়শ, গোল আলু, বেগুন, টমেটো ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি সবজি প্রচুর পরিমানে উৎপাদিত হয়।
  • কৃষি তথ্য সার্ভিস
  •