Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

কি সেবা কিভাবে পাবেন
সিটিজেন চার্টার
গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ
সাংগঠনিক কাঠামো
কর্মকর্তাবৃন্দ
তথ্য প্রদানকারী কর্মকর্তা
কর্মচারীবৃন্দ
বিজ্ঞপ্তি
ডাউনলোড
আইন ও সার্কুলার
ফটোগ্যালারী
যোগাযোগ
কি সেবা কিভাবে পাবেন
স্বাস্থ্য কর্মসূচী

স্যাটেলাইট ক্লিনিক কর্মসূচীঃ

      * সক্ষম দম্পতিদের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি: কপারটি, এনজেকশন, খাবার বড়ি ও কনডম।

      * গর্ভবতী মায়ের সেবা:

      * ০ -০৫ বছরের শিশুদের সেবা দান।

      * কিশোর-কিশোরীদের স্বাস্থ্য শিক্ষা।

      * এসটিআই/আর টিআই রোগিদের সেবা দান।

      * ইমপ্লান্ট, লাইগেশান ও এনএসবি ক্লাইন্টদের উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে পদ্ধতি গ্রহণের

         জন্য প্রেরণ করা হয়। এছাড়া যে কোন জটিল রোগীর রেফার করা হয়।

      * শিশু ও মাতৃমৃত্যুর প্রতিরোধ কল্পে স্বাস্থ্য শিক্ষা দেওয়া হয়।

       * বাল্য বিবাহ, যৌতুক প্রথা ও পরিবার পরিকল্পনা বিবিন্ন পদ্ধতি সম্পর্কে বিশদভাবে আলোচনা

         করা হয়।

       * স্যানিটেসন সম্পর্কে আলোচনা করা হয়।

কর্মসূচী বাসত্মবায়নকারীঃ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং তার আওতাধীন পরিবার

পরিকল্পনা পরিদর্শক, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিকা ও

পরিবার কল্যাণ সহকারী।

উঠান বৈঠকঃ ১০-১৯ বছর সকল বয়সী কিশোর-কিশোরীদের এবং সক্ষম দম্পতিদের স্বাস্থ্য, স্যানিটেসন

ও পরিবার পরিকল্পনার পদ্ধতি এবং বিভিন্ন বিষয়ে বিশদভাবে আলোচনা করা হয়।

কর্মসূচী বাসত্মবায়নকারীঃ উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিবার পরিকল্পনা

অফিসার, ইউ,পি চেয়ারম্যান, ইউ,পি সদস্য, পরিবার পরিকল্পনা পরিদর্শক, উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল

অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারী।

কমিউনিটি ক্লিনিকঃ পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ কারী এবং সাধারণ রোগীদের সেবা করা হয়।

ইপিআই কর্মসূচীঃ

    * কর্মসূচীর নামঃ সম্প্রসারিত টিকাদান কর্মসূচী

    * কর্মসূচী বাসত্মবায়নকারীঃ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা

      অফিসার, পরিবার পরিকল্পনা পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারী।

    * অর্থায়ন ও অন্যান্য সহায়তাকারীঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ।

     * লক্ষ্য ও পদ্ধতিঃ শিশুদের ০৮ টি রোগের প্রতিশেধক টিকা প্রদান ও ভিটামিন এ ক্যাপসুল

        এর মাধ্যমে রাতকানা রোগ  ও অপুষ্টি প্রতিরোধ।  মায়েদের কে টিটি টিকার মাধ্যমে মা এবং

         নবজাতক শিশুর টিটেনাস প্রতিরোধ ব্যবস্থা। মায়েদের-কে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে

         মায়েদের এবং নবজাতক শিশুদের ভিটামিন এ এর ঘাটতি পুরণ। মূল লক্ষ্য হচ্ছে, শিশু মৃত্যু এবং

         মৃত্যু হার কমানো এবং পরিবার পরিকল্পনা পদ্ধতি বিতরণ।
     * আওতাভুক্ত সুবিধাভোগী জনগোষ্ঠীঃ ১৫-৪৯ বৎসরের সকল মহিলা (সক্ষম দম্পতি) এবং ০- ৬০ মাস  বয়সী সকল শিশু।

ই ও সি কর্মসূচীঃ

     * কর্মসূচীর নামঃ  জরুরী প্রসুতি সেবা।

     * কর্মসূচী বাস্তবায়নকারীঃ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  এবং ই ও সি আওতাভূক্ত

         হাসপাতালসমূহের ডাক্তার ও নার্স।

      * অর্থায়ন ও অন্যান্য সহায়তাকারী - স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ইউনিসেফ ।

      * লক্ষ্য ও পদ্ধতি - নিরাপদ মাতৃত্ব, বিপদ মুক্ত ডেলিভারী এবং শিশু ও মাতৃ মৃত্যু হার কমানো।

      * আওতাভুক্ত সুবিধাভোগী জনগোষ্ঠী - সকল গর্ভবতী মা।

এ আর আই কর্মসূচীঃ

      * কর্মসূচীর নাম - এ আর আই।

      * কর্মসূচী বাস্তবায়নকারীঃ তত্বাবধায়ক/ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ প্রতিষ্ঠানের

        সকল ডাক্তার, চিকিৎসা সহকারী, ফার্মাসিষ্ট, নার্স ও পরিবার কল্যাণ পরিদর্শিকা।

      * অর্থায়ন ও অন্যান্য সহায়তাকারী - স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ইউনিসেফ ।

      * লক্ষ্য ও পদ্ধতি - শিশুদের নিউমোনিয়া এবং শ্বাসনালী প্রদাহ জনিত রোগের চিকিৎসা এবং প্রকোপ কমানো।

      * আওতাভুক্ত সুবিধাভোগী জনগোষ্ঠীঃ সকল শিশু।